বর্তমান পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক গত নির্বাচনের আগে মাধবদী পৌর এলাকার সাধারণ জনগনকে কথা দিয়েছেন মোশাররফ হোসেন প্রধান মানিক নির্বাচিত হলে মাধবদী শহরকে একটি আধুনিক শহরে রুপান্তরিত করবে। মাধবদী শহরবাসীকে
নান্দনিক শহর উপহার দেওয়ার লক্ষে মাধবদী বাসস্ট্যান্ড হতে আনন্দী মোড় এর মাঝে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হয়েছে শেখ রাসেল সেতু। যার দৈর্ঘ্য ২৮ মিটার ও প্রস্থ ৪০ ফুট।যার ব্যয় ধরা হয়েছে ৩কোটি ৫০ লক্ষ টাকা।
সেতুর কাজ শেষ হলে শহরের মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হবে।
মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নান্দনিক সেতু উদ্বোধন করে যান চলাচলের জন্য উপযোগী করা হবে। যারা এই সেতু করতে জমি, বাড়ি, দোকান সরিয়ে নিয়ে সহযোগীতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় সব কাজ শেষ করেছি।
আগামী ১৪ ফেব্রুয়ারি মাধবদী পৌরসভার নির্বাচন। আমি যদি আবারো মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে যে সেতু করা হয়েছে তার মত করে আরো ৪টি সেতু করব ইনশাআল্লাহ।