করোনা পরিস্থিতির কারণে থমকে আছে সারা বিশ্ব। এ সময়ে বিভিন্ন স্মার্টফোনের নতুন নতুন মডেল বাজারে আসতো। আপডেট ভার্সনের ফোন নিয়ে তুলপাড় হয়ে যেতো সারা বিশ্বে। তবে বর্তমান পরিস্থিতিতে সামনের দিনের আধুনিক সব ফোনের উৎপাদন থমকে আছে। বাজারজাত করণ প্রক্রিয়া থেকে শুরু করে বিপনণ সবই বন্ধ।
তাই যারা নতুন ফোনের অপেক্ষায় থাকেন তাদের অপেক্ষা এ যাত্রায় দীর্ঘ হতে পারে।