করোনার এ সময়ে কেনা কিছুই ঘটে যাচ্ছে নেটে। প্রতিনিয়ত নতুন নতুন লাইভ অনুষ্ঠানে এ মানুষ তাদের প্রতিভার কানান দিচ্ছে। এবার থ্যাপাপিস্টরা টিকটক ভিডিওতে থ্যারাপী দিচ্ছেন। ১৫ সেকেন্ডের ভিডিওতে সাইকলজিস্ট ডা. জুরির স্মিথ নেচে গেয়ে মানুষকে উজ্জীবিত থাকতে উৎসাহ দিচ্ছেন।
তিনি ৬০ সেকেন্ড অন্য একটি ভিডিওতে রাগ নিয়ন্ত্রণের ৫টি পদ্ধতি নিয়ে অলোচনা করছেন। এভাবে এ মাধ্যরেম চলছে চিকিৎসা পরামর্শ। উনার ৭ লাখ ৫০ হাজারের মতো ফলোয়ার রয়েছে টিকটকে। তবে তিনি এখানে রোগ শনাক্ত করতে নয় বরং মানুষের মানসিক সচেতনতা বৃদ্ধির জন্যই ভিডিও বানান বলে জানান সিএনএনকে।