নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব আয়োজিত মোটরসাইকেল-ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় করিমগঞ্জ বীর একাদশ ১-০ গোলে কক্সবাজার বদরখালি স্পোর্টং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এসময় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা তাঁতী দলের সহসভাপতি কাজী হাতেম আলীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এবং আমার বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
নান্দনিক আয়োজনে খেলার উদ্বোধন করেন বাঁধন ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সদস্য ও হাসনাবাদ বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বাহা উদ্দিন ভূইয়া, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, বিএনপি নেতা ও হাসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মৃধা, ঢাকা হাইকোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামিল হোসেন মিস্টার, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সহসভাপতি এস এম শরীফ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বেদন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিক কাজী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ বিল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাহ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন মেম্বার, যুবদল নেতা আমির হোসেন মেম্বার সহ আরো অনেকে।
এসময় আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নরসিংদী মিরর/এফএ