রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার আর. কে. আর. এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এর আহবায়ক ও বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সির সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন শ্যামল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ, পৃষ্ঠপোষক পৌর বিএনপির সহসভাপতি হাজী ইকবাল হোসেন রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক মোহন। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
টেকপাড়া একাদশ বনাম রায়পুরা বন্ধু মহল একাদশের খেলার নৈপুণ্যে মুগ্ধ হয়েছে হাজার হাজার দর্শক। হাড্ডাহাড্ডি লড়াই করে ১-১ গোলে ম্যাচের ফলাফল ড্র হয়৷ পরে ট্রাইবেকারে রায়পুরা বন্ধু মহল একাদশ জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নরসিংদী মিরর/এফএ