পলাশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জনসভা

আগের সংবাদ

আরসিইপিতে বাংলাদেশ, প্রেক্ষাপট ও করণীয় 

পরের সংবাদ

সানি পাওয়ার ভিশন ৯৯ ক্রিকেট প্রিমিয়ার লীগ’ সিজন-২ শুরু হতে যাচ্ছে

Admin

প্রকাশিত: মার্চ ১২, ২০২১ , ১১:৫৫ অপরাহ্ণ

আগামী ১৯ মার্চ রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ মাঠে এ প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার(১১মার্চ) মহাখালীর রওয়া ক্লাবের হেলমেট হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর জার্সি ও ট্রফি উদ্বোধন করা হয়। এতে প্রায় এক হাজার জন অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-সানি পাওয়ার ভিশনের এমডি মুজিবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসি’র আম্পায়ার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক। অনুষ্ঠিতব্য পুরো টুর্নামেন্টটি পরিচালনা করবেন এনামুল হক।

এসএসসি ৯৯ ব্যাচ-এর ক্রীড়া ভিত্তিক সংগঠন ‘এসএসসি ৯৯ স্পোর্টস ক্লাব’ সারাদেশ থেকে একই ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে।এছাড়াও ক্লাবটি জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ ও এর পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে।

আমাদের নরসিংদীর এস এস সি ৯৯ নরসিংদী ওয়ারিয়র্স টিম এ খেলায় অংশগ্রহন করবে।নরসিংদীর ওয়ারিয়র্স এর প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে নিয়েই টিম গঠন করেছি।

ওনি নরসিংদী সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছে।