মেয়র পদের ফলাফলে হাইকোর্টের স্থগিতাদেশ

আগের সংবাদ

নরসিংদীতে আকাশ ডিটিএইচের মতবিনিময় সভা 

পরের সংবাদ

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা কাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন

Admin

প্রকাশিত: মার্চ ২, ২০২১ , ১:০১ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চরসিন্দুর ফুটবল একাডেমি কতৃক আয়োজিত স্বাধীনতা কাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন।

সোমবার (১ মার্চ) খেলাটি অনুষ্ঠিত হয় চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ‍্যালয়ের মাঠ প্রাঙ্গণে। স্বাধীনতা কাপ ফুটবল টুনামেন্ট খেলাটি উদ্বোধন করেন জনাব শেখ মোহাম্মদ রাজন সভাপতি পলাশ উপজেলা ছাত্রলীগ। প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মোফাজ্জল হোসেন রতন চেয়ারম্যান চরসিন্দুর ইউনিয়ন পরিষদ

 আরও উপস্থিত ছিলেন শরিফ,মৃধা আজমির মৃধা, কোচ হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মহিউদ্দিন।

খেলাটিতে অংশগ্রহন করেন চরসিন্দুর স্পোর্টিং ক্লাব বানাম সারকারখানা ফুটবল একাদশ। এ সময় খেলা দেখতে মাঠের চারপাশে শত শত মানুষের সমাগম হয়।

টুর্নামেন্টে ২_১ গোলে চরসিন্দুর স্পোর্টিং ক্লাব কে হারিয়ে জয় ছিনিয়ে নেয় সারকারখানা ফুটবল একাদশ।

যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করতে হবে। এ জন‍্য বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকা যায়।