নরসিংদীর নজরপুর ইউনিয়ন বুদিয়ামারার কালাই গোবিন্দপুরে বন্ধু মহল কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাচ্চু গ্রুপ ।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় কালাইগোবিন্দপুর পশ্চিমপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচ। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন:মোস্তফা আলী সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম হাসান,শিক্ষানবিশ আইনজীবী,জজকোট নরসিংদী ,প্রতিষ্ঠাতা জাগ্রত মানবতার হাত।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল সরকার সমাজসেবক বুদিয়ামারা। উক্ত খেলাকে কেন্দ্র করে দর্শকেরা ছিলেন উত্তেজিত। ঐখেলায় দুর্দান্ত খেলা পরিবেশনা করে দুই দলের খেলোয়ারা।
দুর্দান্ত শুরুতেই থেমে থাকেনি বাচ্চু গ্রুপ দুর্দান্ত খেলে জয়লাভ করে মাঠ ছাড়ে বাচ্চু গ্রুপ। সভাপতির বক্তৃতার পর খেলোয়ারদের পুরস্কার বিতরণের মাধ্যমে একটা টুর্নামেন্ট এর সমাপ্তি ঘোষণা করা হয়।