হল্দ্যে্যে্যে্যে্যে্যে্যে্য্্য্যে্্যে ্যে্য্যে্্যে্যে্য্যে্ ভাগর পাড়া মহল্লার যুব সমাজের উদ্যোগে নাইট ক্রিকেট টুনামেন্ট অনুষ্টিত হয়।
রবিবার(১৮জানুয়ারী) সন্ধ্যায় ভাগ্যেরপাড়া যুব সংঘের উদ্যোগে ক্রিকেট টুনামেন্টে প্রধান অতিথির ছিলেন, জনাব সৈয়দ জাবেদ হোসেন মহোদয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কবির মৃধা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি শরীফুল হক মহোদয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি মহোদয়, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মাহফুজুল হক টিপু।