শুক্রবার বিকেলে পলাশ ভাড়ারিয়া পাড়ায় গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লীগের ফাইনাল খেলায় অংশগ্রহন করে দুরন্ত পলাশ বনাম ইয়ং বয়েস ফুটবল একাদশ।
খেলায় দুই দলের মধ্যে বিজয়ী হয় ইয়াং বয়স।বিজয়ীদের মধ্যে এল ই ডি পুরষ্কার দেওয়া হয়,এবং রানারআপদের মাঝে পুরষ্কার দেওয়া হয়। বিজয়ীরা পুরষ্কার পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন নিয়মিত এমন আয়োজন হলে যুবকেরা নেশা মুক্ত থাকবে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ, উদ্ভোদন করেন ঘোড়াশাল পৌরসভার মেয়র জনাব শরিফুল হক শরিফ, বিশেষ অতিথি ঘোড়াশাল পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেনু,পলাশ উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা, দুরন্ত পলাশের সহ- সভাপতি মো: মেজবাহ উদ্দিন ভূইয়া, পপি রানি সাহা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সহিদুল ইসলাম রুমেল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জুলহাস মিয়,শাহানাজ আক্তার এবং আরও অনেকে।
ফুটবল লীগটির সার্বিক ব্যবস্থপনায় ছিলেন পলাশ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন আনু। সার্বিক সহযোগিতা ছিলেন সাইফুল ইসলাম,স্বপন দেবনাথ, আবদুল লতিফ।
মোঃআকরাম হোসেন লিটন সভাপতিত্বে খেলায় বক্তৃতা প্রদান করেন সৈয়দ জাবেদ হোসেন, শরিফুল হক শরিফ।