নরসিংদীতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইউরিয়া সার কারখানা

আগের সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে ঘোড়াশাল ৩নং ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ

পরের সংবাদ

চেয়ারম্যান কাপ ফুটবলের ৫ম আসরের বিজয়ী হোসাইন একাদশ

মো.রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ , ১০:৪৫ অপরাহ্ণ

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ৫ম বারের  ফাইনাল খেলাটি ২১ অক্টোবর ঐতিহাসিক বুদিয়ামারা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে দাদা ভাই একাদশকে হারিয়ে টুর্নামেন্ট সেরা হয় হোসাইন একাদশ।

বিকেল ৩টায় নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদল সরকারের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন জাতীয় বিদ্যুৎ গ্রিড নরসিংদী অঞ্চলের প্রকৌশলী মোঃ হানিফ মিয়া।

খেলা মাঠে গড়ালে দুই দলের প্রাণপন চেষ্টার পরেও গোলশূণ্য ড্র হয়। খেলাটির চূড়ান্ত সমাধান হয় পেনাল্টি কিকের মাধ্যমে।

পেনাল্টি কিকে হোসাইন একাদশ ৫ এবং দাদাভাই -৪ গোল করে। হোসাইন একাদশ বিজয়ী হয়।

খেলায় চ্যাম্পিয়নদের জন্য একটি ফ্রিজ ও রানার্সআপ দলের জন্য ৩২” টেলিভিশন পুরস্কার হিসেবে ছিল।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ রিপন সরকার ।

সভাপতির বক্তব্যে বাদল সরকার বলেন, খেলায় দুই দলই ভাল খেলেছেন। তবুও নিয়ম অনুসারে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বাছাই করতে হয় ।আমি দুই দলকেই অভিনন্দন জানাই। আপনাদের যে উৎসাহ দেখেছি আমি যতদিন চেয়ারম্যান হিসেবে থাকব ততদিন এ টুর্ণামেন্ট হবে।

নকি