করোনা ভাইরাসের কারণে থমকে আছে সারা বিশ্ব। সব ধরণের খেলাধুলা বন্ধ রয়েছে। তবে ইউরোপের অনেক দেশ লকডাউন শিথিল করায় মাঠে আবার খেলা শুরু হতে যাচ্ছে। এ সপ্তাহে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া জার্মান ‘বুনদেস লীগা’ ফুটবল খেলার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।
দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এয় মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার ৮৬১ জন মানুষের। যদি এবারে এ প্রচেষ্টা সফল হয় তবে অণ্যান লীগের খেলাও দ্রুতই শুরু হবে। তবে এটা ব্যর্থ হলে নতুন করে বিতর্ক শুরু হবে। এবারের এ আয়োজনে থাকবে না কোন দর্শক। দেখা যাক করোনার এ সময়ে কীভাবে মাছে গড়ায় ফুটবল।