মুসলমানরা একে আপরের সাথে সাক্ষাতের সময় শুভেচ্ছা বিনিময় করতে সালাম প্রদান করে থাকে। তবে অনেক সময় পা ছুঁয়ে কদমবুসিও করতে দেখা যায়। এসব নিয়ে এবারের অয়োজন…
সালাম আদান প্রদান ইসলামের অন্যতম একটি সৌন্দর্য। এটা ইসলামি তাহযিব তামুদ্দুনের অবিচ্ছেদ্য অংশ। কুরআন-হাদীসে সালামের প্রচলন করার জন্য গুরুত্বারোপ করা হয়েছে। এর অনেক ফযিলত হাদিসে বর্ণিত হয়েছে। ফযিলত বর্ণনা উদ্দেশ্য নয়। এর পদ্ধতি ও কুসংস্কার নিয়েই লেখার ইচ্ছে।
১. সালাম কিভাবে দিব?
উত্তরঃ মৌখিক উচ্চারণে সালাম দিতে হবে।
২. পায়ে বা অন্য কোথাও হাত লাগিয়ে সালাম দেয়া যাবে?
উত্তরঃ না, এটা সুন্নাত দ্বারা প্রমাণিত নয়।
৩. দূর থেকে ইশারায় সালাম দেয়া যাবে?
উত্তরঃ যাবে। তবে শুধু ইশারা করলেই হবে না, মুখে উচ্চারণ করতে হবে।
৪. কারো শরীরে অনাকাঙ্ক্ষিত ভাবে হাত-পা লাগলে তাকে আবার স্পর্শ করে নিজের বুকে মুখে চুমু দিয়ে সালাম করা কী সুন্নাত সম্মত?
উত্তরঃ না, মৌখিক ভাবে ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করতে হবে।
আসুন সালামের প্রচলন করি। সবাইকে আগে সালাম দেয়ার চেষ্টা করি। তাহলে আল্লাহ আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিবেন ইনশাআল্লাহ