শিবপুরে ভুট্টাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আগের সংবাদ

নরসিংদীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পরের সংবাদ

মনোহরদীতে সারোয়ার তুষার

‘তরুণদের প্রথম ভোট হবে এনসিপি’র নতুন মার্কায়’

বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫ , ১০:০৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘২৪ এর অভ্যুত্থান অস্বীকার কারীরাই এখন এর ফল ভোগ করছেন। ছাত্র জনতার বিপ্লবের ফলেই তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে মনোহরদী সরকারি কলেজ মাঠে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি দল সরাসরি বিপ্লবকে রীতিমতো অস্বীকার করে যাচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, লুটপাট ও জবর দখল করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। অথচ এ বিপ্লবের ফলেই তারা বন্দিদশা থেকে মুক্ত হয়ে রাজনীতি করতে পারছে।

সারোয়ার তুষার বলেন, আওয়ামীলীগের পর তারা নতুন করে ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। তরুণ প্রজন্ম তাদেরকে ১৫ বছর নয়, ৫টি বছরও সময় দিবে না। আমাদের তরুণেরা, যারা এতদিন ভোটের সুযোগ পায়নি, নতুন উদ্যমে নতুন মার্কায় তারা এনসিপি’কে ভোট দিবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি সংগঠক (উত্তরাঞ্চল) এডভোকেট শিরিন আক্তার শেলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ন-আহ্বায়ক মিতু আক্তার, যুগ্ন-সদস্যসচিব হাবিব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব সামিয়া মাসুদ মম, শহীদ তাহমিদ এর পিতা রফিকুল ইসলাম ভূইয়া ও ফ্যাসিস্ট আমলে কারা নির্যাতিত শিক্ষার্থী ও সংবাদকর্মী মুনাওয়ার রিয়াজ মুন্না প্রমুখ।

বক্তারা নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ, গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান সংশোধন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।