রায়পুরায় ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আগের সংবাদ

ঘোড়াশালে তৌহিদী জনতার বিক্ষোভ

পরের সংবাদ

নরসিংদীতে ছাত্রশিবিরের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪ , ১১:০৩ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা ও শহর শাখা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধায় শহরের ডিসি রোডের গ্যালাক্সি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী শহর শিবিরের সভাপতি মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূইয়া ও নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলার সমন্বয়কবৃন্দ, নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মো. মাহবুব আলম, সদস্য সচিব আফতাহি আশফাক ভূইয়া নাহিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ মোল্লা, সহসাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন হাসান সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও শিবির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলাম, শহর সেক্রেটারি মোঃ ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শাহিন আহমেদ, জামেয়া কাসেমিয়া শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম সাদেক সহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ছাত্রনেতারা গত ১৫ বছরের দুঃশাসনের  পরবর্তী বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, নিজেদের মধ্যে পারস্পরিক মতানৈক্যের কারণে কোন পতিত স্বৈরাচার যেনো পুনরায় মাথাচাড়া দিতে না পারে, সে দিকে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে নরসিংদী শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুহুল আমীন উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, আগামীর বাংলাদেশ গড়ার জন্যও আমরা এভাবেই একতাবদ্ধ থাকবো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।

মতবিনিময় সভা শেষে ছাত্র নেতৃবৃন্দের সম্মানে শিবিরের নৈশভোজে উপস্থিত সকলে অংশগ্রহণ করেন এবং নেতৃবৃন্দকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার প্রদান করা হয়।

নরসিংদী মিরর/এফএ