আগামী এক বছরের জন্য বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৭ মে) রাতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সাবেক সাধারণ সম্পাদক রাহাদ আহমেদকে সভাপতি ও পারভেজ সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩০ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন- সহসভাপতি শরিফ মিয়া, মোঃ অর্ণব আকন্দ, রাজ রাব্বি, ফারদিন হাসান অন্তু, আল শাহরিয়ার জয়, মোঃ ইউসুফ আলী, রাজু আহমেদ, মুমিন হাসান, শাহরিয়ার ইকবাল সাব্বির, আব্দুস সামিউ হিমেল। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইমন হাসান, হিমেল আহমেদ, আনিছুর রহমান, রুহুল হাসান ওসামা, সৈয়দ হাসান সাহিন ও ফয়সাল আহমেদ নাবিল।
সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ হাসান মাহাদি, সায়েম মিয়া, নোমান সরকার, নাবিল হাসান, আবু রায়হান, ও প্রণব কুমার মহত্ত।দপ্তর সম্পাদক অভিজিৎ দেবনাথ অন্তু, প্রচার সম্পাদক হাসিব হাসান তন্ময় ও উপ-প্রচার সম্পাদক পদে উমর সানী।
নরসিংদী মিরর/এফএ