নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে অনন্তরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চরদিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আশরাফ হোসেন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরআন নাজিলের এই মাসে কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মানে আমাদের সকলকে শপথ নিতে হবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন এই সরকার জনগণের দুর্ভোগ দূর করার পরিবর্তে আরো বাড়িয়ে দিয়েছে।
চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জহর আলী বলেছেন এই সরকার আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন চরদিঘলদী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ইসলামী যুব আন্দোলন চরদিঘলদী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ সেলিম রেজা, শ্রমিক আন্দোলন সভাপতি আনিছুর রহমান বেপারি, ছাত্র আন্দোলন সভাপতি হাফিজুদ্দিন রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নরসিংদী মিরর/এফএ