নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খিদিরপুর ইউনিয়নের দর্গা বাজারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এর নির্দেশনায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনা করে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এইসময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারবর্গের রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়া সারা দেশের দলীয় অসুস্থ নেত্রীবৃন্দের সুস্থতা কমনা করা হয় এবং সকলের জন্য দোয়া করা হয়।
মো. মফিজুল ইসলাম মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো.শহীদউল্লাহ মিলিটারি, খিদিরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক নুরুল হক, বিএনপি নেতা অধ্যক্ষ বাকিউল,লিটন মিয়া,মাহতাব উদ্দিন,উপজেলা যুবদল নেতা শাফিউদ্দিন করুন, জাকারিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জল,নিলু,শাহীন।
নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপু, উপজেলা ছাত্রদল নেতা শাওন, রাজিব, রোমান, মোজাহিদ, তানজিম হাসান সৌরভ, সোহেল তানভীর , টিটু প্রমানিক, শাকিল, শফিক, আব্দুল্লাহ, মোক্তার, কামরুল সহ শতাধিক নেতৃবৃন্দ।