মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি।প্রানের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি সালাম,জব্বার, শফিক,বরকত,রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।ফলস্বরূপ বাংলা পায় রাষ্ট্রীয় মর্যাদা।
আজ অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারন সম্পাদক, আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ,মেয়র,পদপ্রার্থী জননেতা আল-মুজাহিদ হোসেন (তুষার)।পলাশ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে তিনি পলাশ শিল্পাঞ্চল কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মহান একুশের শহীদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি আজ রবিবার।ফেব্রুয়ারি মাস একুশের শহীদের স্মৃতিবাহী শোকাবাহ মাস হলেও আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জল অধ্যায়ের কারনে দিনটিকে উদযাপন করা হয় পরম মমতায়।