বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী জুয়েলের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

আগের সংবাদ

মনোহোরদীতে নৌকার প্রচারণায় ব্যারিস্টার তৌফিকুর রহমান

পরের সংবাদ

ঘোড়াশাল পৌর নির্বাচনকে সামনে রেখে জাপার বৈঠক

মো: মেজবাহ উদ্দীন ভুইয়া,পলাশ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১ , ১০:০৭ অপরাহ্ণ

আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম নির্ধারণ করার লক্ষে শুক্রবার বিকেলে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকির হোসেন মৃধা আহবায়ক উপজেলা জাতীয় পার্টি।আরও বক্তব্য রাখেন পলাশ সরাফত আলী সরত যুগ্ম-আহবায়ক উপজেলা জাতীয় পার্টি, এম.এন,ইউসুফ আল আজাদ শামীম সিনিয়র সহ- সভাপতি, মোঃ রমিজ উদ্দিন সহ- সভাপতি পৌর জাতীয় পার্টি,মোঃ মজনু মিয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ- সভাপতি জিয়াউর রহমান জয়,পৌর জাপার যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

উপজেলা যুব সংহতির নেতা আলী আজম,পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ ফারুক প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনেনয়ন প্রত্যাশী এবং বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।