সাবেক খাদ্য মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে নরসিংদী জেলা বিএনপির আলোচনা সভা-দোয়া

আগের সংবাদ

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন

পরের সংবাদ

নরসিংদী হানাদার মুক্ত দিবসে নরসিংদী শহর আওয়ামীলীগের আলোচনা সভা

মো. রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০ , ১:৩৪ পূর্বাহ্ণ

নরসিংদী শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে, নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ ১২ ডিসেম্বর,বিকেল ৩ টায় নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পৌরসভার মানবিক মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এম. তালেব হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি, নরসিংদী জেলা আওয়ামী লীগ।

পীরজাদা কাজী মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামী লীগ।

আলোচনা সভায়, নরসিংদী জেলা হানাদার মুক্ত করতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নরসিংদীর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজনটিতে নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।