শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে মোঃ সোহেল মিয়াকে সভাপতি ও মোঃ ফাজায়েল ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসন মিন্টু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং আগামী এক বছরের জন্য এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটির বিষয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী শিবপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়। ’
এছাড়াও গঠিত এ কমিটিকে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সমন্বয় মাধ্যমে কাজ করার আহবান জানান জেলা কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহবায়ক ও রিফাত রাখিলকে যুগ্ম আহবায়ক করে শিবপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।
প্রায় ৬ বছর দায়িত্ব পালনের পর ঐ আহবায়ক কমিটি বিলুপ্ত করে বুধবার এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।