আল- ইহসান ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আগের সংবাদ

পলাশের সাবেক সাংসদ এডভোকেট দেলোয়ার হোসেন খানের বিদায়

পরের সংবাদ

শিবপুরের বাঘাবতে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রনেতা- হাবীব মীর

মিরর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০ , ১১:০৮ অপরাহ্ণ

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায়উঠেছেন ক্লিন ইমেজের ছাত্রনেতা হাবীব মীর।

তিনি বাঘাব ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদকের পাশাপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উক্ত ইউনিয়নের চাঁদপাশা গ্রামের মৃত সুরুজ মীরের ছেলে হাবীব মীর।

এলাকাবাসী জানান ছাত্রলীগের রাজনীতি করার পাশাপাশি, হাবীব মীর’ দীর্ঘদিন যাবত সমাজ সেবামূলক কর্যক্রম করে যাচ্ছেন। জনগনের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে এবং সেবার পরিধি বৃদ্ধি করার লক্ষে আসন্ন বাঘাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়তে চান।

সে লক্ষে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এলাকায় ঘুরে দেখা গেছে, হাবীব মীর তরুন ব্যক্তি এবং ক্লিন ইমেজ ও নতুন মুখ হওয়ায় জনগনের মাঝে আলোচনায় উঠেছেন।

নকি