নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হাজ্বী মোঃ সেলিম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছে ৩৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান ভূঁইয়া জামান চশমা প্রতীক নিয়ে ২৩৯৩ ভোট পেয়েছেন। মঙ্গলবার রাতে রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্প্ন্ন হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আদিয়াবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গফুর চলতি
বছরের ২৬ মে মৃত্যুবরন করে। এরপর পদটি শূন্য ঘোষণা করা হলে ৪ জন প্রার্থী নির্বাচনে
প্রতিদ্বন্দ্বীতা করেন এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত হাজ্বী মোঃ সেলিম মিয়া নৌকা প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান ভূঁইয়া চশমা প্রতীকে, মো. জামান মিয়া আনারস প্রতীকে ও শিবলী আহমেদ মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। উক্ত ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫৯৯৮ জন ।
আদিয়াবাদ ইউনিয়নের ৯টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ হাজার ৮০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সুমন মিয়া জানায়, নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতস্ফূর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।