মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫ টায় জিনারদী র ৮ নং ওয়ার্ড উপনর্বাচনে বাবু ননী গোপালকে বিজয়ী ঘোষণা করা হয়৷ এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ৷
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও করোনা ভাইরাসের আতঙ্কের কারণে ভোটার উপস্থিতি অন্যান্য ভোটের তুলনায় কম ছিল।
এবার জিনারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোটগ্রহন হয়েছে ৷ এখানে মোট ভোটারের সংখ্যা ২৮০০ জন ৷ এখান থেকে বাবু ননী গোপা ফুটবল মার্কা প্রতিনিধি পেয়েছেন ৮১৯ ভোট ৷ ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবু জয়ন্ত সেন মোরগ মার্কা প্রতিনিধি পেয়েছেন ৬৩৬ ভোট ও বাবু ক্ষিতিশ চন্দ্র রায় তালা মার্কায় পেয়েছেন ১২৯ ভোট ৷ এই উপ-নির্বাচনে মোট ভোট পড়েছে ১৫৮৪ টি ৷
নবনির্বাচিত বাবু ননী গোপাল নরসিংদী মিররের সাথে সাক্ষাৎকারে বলেন, তিনি সমাজের উন্নতির জন্য কাজ করে যাবেন ৷ মানুষের যে কোন বিপদে তিনি পাশে থাকার কথা দেন ৷ তিনি সমাজে কোন অন্যায়-অবিচার, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত, আধুনিক ও পরিকল্পিত সমাজ গড়ার কথা দেন ৷