রাত পেরুলেই বহুল আলোচিত নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের উপ-নির্বাচন। গত ১ জানুয়ারি দায়িত্বরত চেয়ারম্যান হারিছ মিয়া মারা গেলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। নির্বাচন কমিশন ২৯ মার্চ ভোট গ্রহণের তারিখ ঠিক করলেও করোনা মহামারীর কারনে ২৯ মার্চ ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ নির্বাচনে প্রার্থী হিসেবে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মমিনুল রাহমান দলীয় নৌকা প্রতীকে , বিএনপি সমর্থিত ইবনে আদেল ধানের শীষ আর স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া আনারস প্রতীকে প্রচারণা চালাচ্ছেন ।
নির্বাচন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি বেশ জোরালো ।কারন দফায় দফায় প্রচারনার সময় গন্ডগোল হওয়াতে নির্বাচন টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।