ডাকসুর ভিপি নূরের ওপর পুলিশি আগ্রাসনের প্রতিবাদে ডাকা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এ কর্মসূচীতে অংশ নিতে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নরসিংদী শাখার নেতারা।
নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলাল খান বলেন, ভিপি নুর বাংলাদেশ ছাত্র সমাজের অহংকার। কথিত মামলায় তাকে আসামি করে সম্মানহানি করা হয়েছে। কালকের গ্রেফতার ও পুলিশি নির্যাতন বর্বর কাজ বলে আমরা মনে করি। তাই এর প্রতিবাদে আজকের বিক্ষোভে যোগ দিতে আমরা ঢাকা যাচ্ছি।
প্রসঙ্গত, গতকাল ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভিপি নূর কে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারের কয়েক ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভিপি নূরের সমর্থকদের দাবি পুলিশ নূরসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর উপর পুলিশ নির্যাতন করে আহত করেছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছেন ভিপি নূরের প্রতিষ্ঠিত বালাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।