নরসিংদীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে “ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে” শিরোনামে শুরু হচ্ছে বিজ্ঞান মেলা । আজ ১৫ সেপ্টেম্বর নরসিংদী সরকারি কলেজে এ আয়োজনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো হয়। বিজ্ঞান ভিত্তিক প্রণোদনা দেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে। আয়োজনে অংশগ্রহণকারী তার নিজের আবিষ্কৃত প্রজেক্ট সহ অংশগ্রহণ করবেন । প্রজেক্টের মানের উপর ভিত্তি করে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। প্রজেক্ট জমা ও যাচাই চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আজকের প্রচারনায় ছিলেন নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি । জাপ্পি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক প্রণোদনা ও ভবিষ্যতে যাতে তারা বিজ্ঞান বিষয়ে পারদর্শী হয়ে উঠে সে লক্ষ্যে আমাদের এ কার্যক্রম। আশা করি এ কার্যক্রমের মাধ্যমে আগামি দিনে আমরা অনেক বিজ্ঞানী পাব। এ প্রচারণা কার্যক্রমে সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।