বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর বি এন পি’র সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় জেলা বি এন পি’র কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনায় বক্তারা নুরুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবীর খোকন সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।