রাজধানী ঢাকায় জোনভিত্তিক লকডাউন একেবারেই অবাস্তব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেখানে সরকারের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে করোনা রোগীর সঠিক তথ্যই নেই, ডাটা-ই নেই, সেখানে কীভাবে ঢাকায় জোনভিত্তিক লকডাউন কার্যকর করা সম্ভব? তিনি অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার কারণেই সারা দেশে করোনার বিস্তার ঘটেছে।
রাজধানীতে আজ বৃহস্পতিবার দুপুরে দলের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে করোনা সেলের আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।