ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল

আগের সংবাদ

শিবপুরে ভুট্টাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

পরের সংবাদ

নরসিংদীতে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫ , ৪:১৮ অপরাহ্ণ

জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা। 

রোববার (২৩ মার্চ) শহরের পূর্ব ব্রাহ্মন্দীতে অবস্থিত জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মোসলেহুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি ও নরসিংদী-২ পলাশে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সদর থানা আমীর মাহফুজ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা ওয়ালী উল্লাহ ও রায়পুরা উপজেলা পশ্চিম শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ আদিল ভূইয়া।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ তাহমিদ এর পিতা রফিকুল ইসলাম, শহীদ ডা. সজিব সরকারের পিতা হালিম সরকার, শহীদ শাওনের পরিবারের সদস্য, শহীদ রাব্বির পিতা আব্দুল খালেক, শহীদ আমজাদ হোসাইনের মা, শহীদ ইমন এর পিতা কায়েম মিয়া, শহীদ হাসান এর পিতা রহমত উল্লাহ, শহীদ সিয়ামের মা, সুমনের ভাই, শহীদ আব্দুর রহমানের পিতা তৈয়বুর রহমান, শহীদ আজিজুলের পিতা আলমাছ, শহীদ জুনায়েদ ভূইয়ার সন্তান ও পিতা, শহীদ রাহাত এর মা, শহীদ হৃদয় মীরের পিতা, সুমনের মা, শহীদ জাহাঙ্গীর এর স্ত্রী, শহীদ আরমান মোল্লা নাহিদের স্ত্রী, শহীদ আনোয়ার হোসেনের ছেলে ও শহীদ মহসিনের পরিবার সহ সকল জেলার সকল শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে নরসিংদী জেলা জামায়াতের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয়।

নরসিংদী মিরর/এফএ