রায়পুরায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ 

আগের সংবাদ

রায়পুরার আলোচিত সেই চেয়ারম্যান ও ছাগলকাণ্ডের মতিউর গ্রেফতার

পরের সংবাদ

জামায়াত আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫ , ১১:৩৯ পূর্বাহ্ণ

নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জামায়াতে ইসলামী নরসিংদী জেলা আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মোঃ আব্দুল জব্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সাইদুজ্জামান, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা ওয়ালী উল্লাহ, মোঃ আব্দুল জব্বার ও মাহফুজ ভূইয়া সহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

“মোহাম্মদ (সা.) ইজ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার” নির্দিষ্ট সীরাত গ্রন্থের উপর প্রতিযোগিতায় পনের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বিজয়ী ৩০জন প্রতিযোগীকে নগদ অর্থ সহ পুরস্কার তুলে দেন অতিথিরা।

নরসিংদী মিরর/এফএ