সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ: নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

আগের সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫২তম শাহাদাত বার্ষিকীতে রায়পুরা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

পরের সংবাদ

নরসিংদীতে আবাসিক এলাকায় পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩ , ১১:২৪ পূর্বাহ্ণ

পরিবেশ নীতি উপেক্ষা করে আবাসিক এলাকায় পোল্ট্রি খামার এবং অপরিচ্ছন্নতার অভিযোগে নরসিংদী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, এসব পোল্ট্রি খামারের বর্জ্যের তীব্র দুর্গন্ধে বসতবাড়িগুলোতে বসবাস করতে পারছেন না তারা। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন, এনিয়ে লিখিতভাবে জানানো হলেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ।

গত ১২ মার্চ পরিবেশ দূষণের অভিযোগে জেলা পরিবেশ অধিদপ্তরে ও ২৫ জুন প্রাণিসম্পদ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন নরসিংদী পৌর এলাকার ভুক্তভোগীরা। এতে বলা হয়, নরসিংদী পৌর এলাকার বীরপুরে আবাসিক এলাকায় ২০১৮ সালে আরিয়ান পোল্ট্রি ফার্ম স্থাপন করেন ওই এলাকার সালাউদ্দিন ওরফে সেলিম (৪৫)। পরে এটি তিন শেডে সম্প্রসারণ করা হয়। এসব খামারের মুরগির বিষ্ঠা/ বর্জ্য বিভিন্ন মাছের খামারে বিক্রির জন্য জমিয়ে রাখা হয়। যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে। এতে করে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যগত জটিলতা তৈরি হচ্ছে।

ভুক্তভোগী শিউলি বেগম বলেন, ‘প্রতিদিন দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত বিষ্ঠা জমিয়ে রাখায় দুর্গন্ধ প্রকট হয়। পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করায় আমাকে মারধরসহ বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। গত ১০ জুলাই থানায় অভিযোগ করেছি। তীব্র দুর্গন্ধে রোগগ্রস্ত হয়ে পড়েছি, অন্যত্র চলে যাওয়ার সক্ষমতা না থাকায় অসহায়ের মতো হয়ে বসবাস করতে বাধ্য হচ্ছি।’

আরেক ভুক্তভোগী শাহিদা আক্তার বলেন, ‘খামারের তিনটি শেডে বর্তমানে ৮ হাজারের বেশি মুরগি আছে। সেসব মুরগির বর্জ্য জমিয়ে তারা বিক্রি করে। দুর্গন্ধে বসবাসের অযোগ্য হওয়ায় আমি ও আরেক প্রতিবেশী বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়েছি। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও এসব সালিশে কাজ হয়নি।’

সরেজমিনে দেখা যায়, খামারটির আশেপাশে অন্তত ১৫-২০টি বাড়িতে দুর্গন্ধ ছড়িয়েছে। তিন জন শ্রমিক ড্রামে করে মুরগির বিষ্ঠা ভ্যানে তুলছেন। খামারটির পাশেই দুটি বাড়ির মালিক ঘর ছেড়েছেন দুই বছর আগে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘স্থানীয় মাছের খামারের জন্য প্রতিদিন এখান থেকে ১০-১২ ড্রাম পোল্ট্রির বর্জ্য নিয়ে যাওয়া হয়। প্রতি কেজির দাম ২০ টাকা। আমরা প্রতিদিন ১০টি ড্রামে করে প্রায় ৪৫০ কেজির মতো বর্জ্য নিয়ে যাই।

অভিযুক্ত আরিয়ান পোল্টি ফার্মের মালিক সালাহ উদ্দিন ‌ওরফে সেলিম বলেন, ‘ব্যবসা করতে যাদের অনুমোদন দরকার, তাদের অনুমোদন নিয়েই শুরু নিয়েছি। দু-চার জনের সমস্যার জন্য আমি ব্যবসা বন্ধ রাখতে পারব না। আমি দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছি, আমার কাগজপত্র আছে।’ কথা কাটাকাটি হয়েছে তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন সালাহ উদ্দিন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘খামার থেকে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছি। তবে আমাদের হাতে ভ্রাম্যমাণ আদালত না থাকায় খামারটি তুলে দিতে পারছি না। আর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ নাজমুল হুদা বলেন, ‘আরিয়ান পোল্টি খামারের বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষ থেকে গত ১২ মার্চে অভিযোগ দিয়েছেন এবং তদন্ত করে সালাউদ্দিনের মালিকাধীন আরিয়ান পোল্ট্রি খামারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযোগের বিষয়ে খামার মালিক সালাউদ্দিনের জবাব সন্তুষ্টজনক না হওয়ায় গত জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকার ইনফোর্সমেন্ট শাখায় অভিযোগ প্রেরণ করা হয়েছে এবং তার লাইসেন্স নবায়ন বন্ধ করে দিয়েছি। ঢাকা থেকে সিদ্ধান্ত আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না’

নরসিংদীর অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ বলেন, ‘নরসিংদীতে ২০টির বেশি খামারের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। তার মধ্যে আরিয়ান পোল্ট্রি খামার একটি। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। আমরা শুধু উৎপাদনকে প্রাধান্য দিচ্ছি না, পাশাপাশি জনস্বাস্থ্যকেও প্রাধান্য দিচ্ছি।’

নরসিংদী মিরর/এফএ