পলাশে কৃষকের পাশে ছাত্রলীগ

আগের সংবাদ

রায়পুরায় বাস চাপায় মা-মেয়ের মৃত্যু

পরের সংবাদ

নরসিংদীতে

জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালি

আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩ , ৯:৩৩ পূর্বাহ্ণ

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীর আইনগত সহায়তা দিবস’২৩

শুক্রবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালিতে উপস্থিত ছিলেন, নরসিংদীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোসতাক আহমেদ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আব্দুল্লাহ আল জাকী, ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন।

এসময় নরসিংদী জেলা জজ কোর্টের বিচারক, জেলা আইনজীবী সমিতির সদস্য ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ