মঙ্গলবার দুপুরে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১০ জন, বেলাব উপজেলার ২ জন, মনোহরদী উপজেলার ১জন, পলাশ উপজেলার ৪ ও শিবপুর উপজেলার ১ জন।
নরসিংদী জেলায় গত ২৪ ঘন্টায় ১৩৯ টি নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্ত ৩ হাজার ৯৭৪ জন ও মোট মৃত্যু ৬১জন।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ হাজার ৫১৬ জন, শিবপুর উপজেলায় ৩৪৫ জন, পলাশ উপজেলায় ৪৯৭ জন, মনোহরদী উপজেলায় ২২৯ জন, বেলাব উপজেলায় ১৭৬ জন ও রায়পুরা উপজেলায় ২১১ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন সদরের ২৬ জন, রায়পুরার ১ জন, মনোহরদীর ২ জন ও শিবপুরের ৭ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় হোম কোয়ারান্টাইনের সংখ্যা ৫৪ জন। এ নিয়ে বর্তমান হোম কোয়ারান্টাইনের সংখ্যা ১ হাজার ১৩৬ জন। হাসপাতালে ভর্তি মোট কোভিট পজিটিভ রোগীর সংখ্যা ৩১ জন ও করোনা সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ১৭ জন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৬১ জন। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩২ জন, পলাশ উপজেলায় ৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, মনোহরদী উপজেলায় ৩ জন ও শিবপুর উপজেলায় ৭ জন।