নরসিংদীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে তিনবার পিপিএম পদক পেয়েছেন।
উল্লেখ্য, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি কাজী আশরাফুল আাজীমকে ২০১৯ সালের নভেম্বর মাসের মাসিক সভায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনিত করা হয়েছিলেন।