নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের জংগুয়ায় নামক স্থানে বাস ও প্রাাইভেটকার মুখোমুখী সংঘর্ষে তিনবোনসহ চারজন নিহত হয়েছেন। আহত অবস্থা এক নারীকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে আহত নারীর মৃত্যু হয়।
শুক্রবার ১ জানুয়ারী বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জংগুয়ায় নামক স্থানে এ দুূর্ঘটনা ঘটে।
নিহতরা তিনবোন, খায়রুন্নাহার (৩৫), কামনা আক্তার (২৪), তৃষা আক্তার (২২)। তারা নরসিংদীর পলাশ উপজেলার চলনা এলাকার আসাদুজ্জামান আশু ভূইয়ার মেয়ে।
একমাত্র আহত নারী রুনা বেগমকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তার মৃত্যু।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহণের একটি বাস জংগুয়ায় পৌছালে বিপরীত দিক ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেট কারটির ৪ যাত্রীর মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। ভৈরব হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, অতিরিক্ত গতির কারনে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।