আজ ১৪ ডিসেম্বর ২০২০ তারিখ জেলা প্রশাসন, নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে একাত্তরের মহান বিজয়ের প্রাক্কালে পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সমগ্র জেলাব্যাপী সকল সরকারি দপ্তরসমূহের অংশগ্রহনে স্ব স্ব কার্যালয়ের সামনে প্রদীপ প্রজ্বলন করা হয়।
কোভিড-১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দের সক্রিয় অংশগ্রহনে জেলা প্রশাসকের আবাসিক কার্যালয়ের ও বাসভবনের সামনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দেশের তরে জীবন উৎসর্গ করা সূর্যসন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ যাতে বুদ্ধিবৃত্তিকভাগে মাথা উচু করে দাঁড়াতে না পারে সেজন্য সুপরিকল্পিতভাবে আমাদের সূর্যসন্তানদের হত্যা করা হয়। কিন্তু আজ আমরা আর্থ-সামাজিক উন্নয়নে সকল ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল। তিনি দেশের সূর্যসন্তানদের এই আত্মত্যাগকে লালন করে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।