নরসিংদীতে ৩০০ পিস ইয়াবা ও নারীসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৭ নভেম্বর দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে নরসিংদী জেলা ডিবি পুলিশের অভিযানে এ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৯০,০০০/-(নব্বই হাজার টাকা)।
আটককৃতরা হলো: নরসিংদী পৌরসভার চৌয়ালা এলাকার নুরুল ইসলামের ছেলে আল-আমিন (৩৬) ও মাধবদী থানার ছোট মাধবদী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী সেলিনা (৪০)।
পুলিশ জানায়,ডিবি নরসিংদী’র এসআই মোস্তাক আহমেদ, এসআই তাপস কান্তি রায়,এসআই মাহমুদুল হাসান মারুফ, এসআই মাহমুদুল হাসান গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আল-আমিন একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা, মাদক, অস্ত্র, ডাকাতি মামলা সহ মোট ৮ টি মামলা রয়েছে। সেলিনার বিরুদ্ধেও ২ টি মাদক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানা ও মাধবদী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।