পুকুরে মাছ চাষ করা নিয়ে নরসিংদীর অনেক মাছ চাষি এখন হতাশায় ভুগছেন ৷ একদিকে খাদ্যের দাম আগের তুলনায় অনেক বেশি ৷ আর অন্যদিকে মাছের দাম তুলনামূলকভাবে কম ৷ এবার বন্যার পানিতে অনেক মাছ চাষির পুকুর ডুবে গেছে ৷এতে করে অনেক মাছ পানিতে ভেসে চলে গেছে ৷ পাশাপাশি বিভিন্ন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে অনেক পুকুরের মাছ মারা গেছে ৷ এতে করে মাছ চাষিরা এখন অসহায় হয়ে পড়েছে ৷
স্থানীয় মাছ চাষী “অজয় দে” এর সাথে কথা বলে জানা যায় যে বর্তমানে মাছের দাম অনেক কম অন্যদিকে খাদ্যের দাম অনেক বেশি ৷ সে আরও বলে খাদ্য খাওয়ালে ও মাছ নিদিষ্ট সময় বড় হচ্ছে না ৷ এ বিষয়ে মৎস অধিদপ্তর এর একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় যে বর্তমানে মাছের খাদ্যে পুষ্টির পরিমাণ কম দেওয়ার কারণে এমনটা হচ্ছে ৷