বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে অভিযানসহ নিয়মিতভাবে বাজার নজরদারি করছে নরসিংদী জেলা পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২০খ্রি. মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ জেলার গুরুত্বপূর্ণ হাট-বাজার সমূহ পরিদর্শন করেন। এ সময় বাজার কমিটির সভাপতিসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ব্যবসায়ীদের সাথে পেঁয়াজের বাজার দর নিয়ে কথা বলেন। অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পুলিশী অভিযানের ফলে নরসিংদীতে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রয়েছে এবং এখন পর্যন্ত জেলায় প্রয়োজনীয় পেঁয়াজের মজুদ আছে।
বাজার নিয়ন্ত্রণে রাখতে তাদের জোড়ালো তদারকি অব্যাহত আছে বলেও জানানো হয়।