নরসিংদীতে নাঈম খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ০২ ঘটিকায় শহরের বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাঈম খান শিবপুর উপজেলার সৈয়দেরখোলা গ্রামের সেলিম খানের ছেলে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপম কুমার সরকার জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ডিবি নরসিংদীর এসআই তাপস কান্তি রায় , এসআই মাহমুদুল হাসান, এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিলাসদী এলাকায় সানোয়ার হোসেনের বসতবাড়ীর সামনে গলিপথ হতে মাদক ব্যবসায়ী নাঈম খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৬৫,০০০ টাকা।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা আছে। আর এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।