নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে শহরের ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড থেকে ইয়াবা পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেতারা বেগম ব্রাক্ষনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, গত সোমবার ২৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ইয়াবা উদ্ধারের সূত্র ধরে জেলা পুলিশের একাধিক টিম সঙ্ঘবদ্ধ মাদক চক্রের প্রতি নজরদারী করতে থাকে ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নরসিংদীতে একটা ইয়াবা পাচারের চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ জেলা গোয়েন্দা পুলিশের একটা টিমসহ নরসিংদী ভেলানগর এলাকায় অবস্থান নেয়। গোয়েন্দা পুলিশ সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একজন সন্দেহভাজন নারীকে তল্লাশী করে। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভিতর কাপড়ে মুড়ানো অবস্থায় বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকারসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।