ঢাকার ৪৫টি জায়গাসহ দেশের বেশ কয়েকটি জেলায় রেড জোন করে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গতকাল শনিবারের সভায় বেশ কয়েকটি এলাকাকে চিহ্নিত করা হয়। এসব এলাকাতে সাধারণ ছুটি থাকবে এবং বাসায় নামাজ পড়ার নির্দেশনা আগেই জারি করা হয়েছিল। বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে এসব ঝুঁকিপূর্ণ এলাকার অন্তভূক্ত হয়েছে নরসিংদী সদর, পলাশ ও মাধবদী পৌরসভা।
ঢাকায় গত ১৪ দিনে প্রতি এক লাখ জনসংখ্যার ভেতরে ৬০ জন রোগীর থাকার ভিত্তিতে এই রেড জোন ঘোষণা করা হচ্ছে। বাকি জেলাগুলোতে ১৪ দিনের ভেতরে ১ লাখ জনসংখ্যার ১০ জন থাকলে সেটাকে রেড জোন ঘোষণা করা হবে। রেড জোনভূক্ত এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে। মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। এরই মধ্যে মাধবদীর বিরামপুর এলাকা ও পলাশের চরসুন্দর এলাকাতে লকডাউন চলছে।
নরসিংদীতে প্রতিদিন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০৩১ জন। সরকারী হিসেবে মৃত্যু হয়েছে ১৫ জনের। আক্রান্তদের মধ্যে সদরের রয়েছেন ৭১৫ জন যা মোট আক্রান্তের প্রায় ৬৯.৩৫ শতাংশ। তাছাড়া পলাশে আক্রান্ত হয়েছে প্রায় ৯১ জন।