নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উত্তর সাধারচর এলাকায় মিতু ভূইয়ার ভুট্টাক্ষেতে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে, শিবপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতে কেউ এখানে লাশটি রেখে গেছে।
পুলিশ জানায়, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে তার নাম সাইফুল ইসলাম। পিতার নাম হেলাল উদ্দিন। তার বাড়ী গাজীপুর জেলার কাপাসিয়া থানায়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত সাইফুল মনোহরদীর হাতিরদিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং হাতিরদিয়া বাজারে ব্যবসা করতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে তাকে কেউ হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী মিরর/এফএ