নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে ৯ ড্রাম চুলাই মদ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা আজিজুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঘাব ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়ির পাশ থেকে চুলাই মদ উদ্ধার করে।
ওসি মোল্লা আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়ির পাশ থেকে মাটিতে পুঁতা অবস্থায় ৯ ড্রাম চুলাই মদ উদ্ধার করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির সাথে জড়িতরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।