নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা এবং শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে ২৪ নভেম্বর, মঙ্গলবার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের শবেরটেক নামক স্থানে ভেকু দিয়ে অবৈধভাবে পাহাড়ি লালমাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্টকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক।
এসময় অবৈধকাজে ব্যবহৃত একটি ভেকু ও একটি ট্রলি জব্দ করা হয়।
পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।