নরসিংদী জেলার শিবপুর উপজেলায় সিমেন্টবাহী কাভার্ড ভ্যান ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রীর মধ্যে একজন নিহত হন এবং পাঁচ জন আহত হন।
২৪ নভেম্বর ২০২০ সকাল ৮ঃ২৫ মিনিটে ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে!
দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম সোহেল(৩৮) মনোহরদী উপজেলার চন্দনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত শফিকুল ইসলাম মাধবদী মুন টেক্সটাইলে চাকরি করতেন সকালে সিএনজি যোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, শিবপুর উপজেলার দুপাত্তর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাসুদ(৩৫),মনোহরদী লেবুতলা গ্রামের আকমলের ছেলে মাহমুদুল(২৪)ও একই গ্রামের কাদেরের ছেলে রাশেদ(২৪), ব্রাহ্মণপাড়া গ্রামের আওয়ালের ছেলে জহিরুল(৪৫)এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বড়চলা গ্রামের আঃ মতিনের ছেলে হান্নান(৩৫)!
শিবপুর মডেল থানা পুলিশ জানান, ঢাকা থেকে ফ্রেশ সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান মনোহরদী যাচ্ছিল যার নাম্বার (ঢাকা মেট্রো-ড ১২-১৫৮৩)। অপর দিক থেকে যাত্রী নিয়ে সিএনজি ইটাখোলার দিকে যাচ্ছিল। শিবপুর খাদ্য গুদামের সামনে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা ১ জন নিহত হন এবং ৫ জন আহত হন। সকলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে!
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন!