নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার বড়ইতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ঝিনাইদহ জেলার ফুলবাড়িয়া থানার মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার (২৮) ও তার ছেলে সিয়াম হোসেন (৩)।
ইটাখলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মিজানুর রহমান তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটর সাইকেল যোগে কুমিল্লা থেকে ভৈরব যাচ্ছিলো। তারা সন্ধ্যার দিকে শিবপুর উপজেলার বড়ইতলা এলাকা পৌঁছলে নরসিংদী অভিমুখী একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। তখন মোটর সাইকেল থেকে ছিটকে গিয়ে নাজমা ও তার ছেলে সড়কে পড়লে তাদের উপর দিয়ে ট্রাক চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়। আর স্বামী বিপরীত পাশে পড়ায় তিনি অল্প আঘাত পায়। আর মা ও ছেলেকে চাপা দিয়ে ঘাতক ট্রাক পালিয়ে যায়।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আর এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।