নরসিংদীর শিবপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার ভোর সাড়ে ৪ টায় শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আসাদ মিয়ার গ্যারেজের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো শিবপুর উপজেলার বংপুর গ্রামের শহিদ উল্লাহর ছেলে মোঃ আলী (২৫) ও জয়মঙ্গল গ্রামের আঃ হকের ছেলে বশির সরকার (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাহমুদুল হাসান মারুফ,মাহমুদুল হাসান ও এস আই তাপস কান্তি রায় ফোর্সসহ ভোর সাড়ে ৪ টায় শিবপুর এলাকায় আসাদ মিয়ার গ্যারেজে অভিযান পরিচালনা করে একটি ম্যাগাজিনযুক্ত পিস্তলসহ মোঃ আলী (২৫) ও বশির সরকার (২০) কে গ্রেফতার করেছে। আসামীরা নরসিংদী ও আশেপাশের জেলাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।